জগন্নাথপুরে লকডাউন কার্যকর করতে মাঠে প্রশাসন: ৭৮০০ টাকা জরিমানা আদায়


প্রকাশের সময় : এপ্রিল ১৪, ২০২১, ৫:১৪ অপরাহ্ন
জগন্নাথপুরে লকডাউন কার্যকর করতে মাঠে প্রশাসন: ৭৮০০ টাকা জরিমানা আদায়

স্টাফ রিপোর্টারঃ

লকডাউন কার্যক্রর করতে প্রথম দিনে সুনামগঞ্জের  জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান এর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে উপজেলার সৈয়দপুর বাজার ও জগন্নাথপুর বাজারে লকডাউন অমান্য করে দোকান পরিচালনা করার দায়ে সাত ব্যবসায়ীকে ৭৮০০ টাকা জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান ও থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ইখতিয়ার উদ্দিন চৌধুরীর নেতৃত্ব পুলিশ দিনব্যাপী লকডাউনের বিধি নিষেধ কার্যকর করতে মাঠে ছিলেন। জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মেহেদী হাসান  বলেন, প্রথম দিনে লকডাউন কার্যক্রম জগন্নাথপুরে সন্তোষ জনকভাবে পালিত হয়েছে। এরপরও যারা আইন অমান্য করেছেন তাদের কে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা আদায় করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।